১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২০

সৌম্যের ব্যাটিং তাণ্ডবে ‘এ’ দলের বড় জয়

ক্রীড়া ডেস্ক:

সৌম্য সরকারের ব্যাটিং তাণ্ডবে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। তার ঝড়ো ব্যাটিংয়ে প্রথম টি-টোয়েন্টিতে আইরিশদের দেওয়া ১৫৩ রান তাড়া করতে নেমে সৌম্য সরকারের অর্ধশতকে ১২ বল হাতে থাকতেই ৪ উইকেটের জয় ছিনিয়ে নিয়েছে লাল-সবুজরা।

সোমবার ডাবলিনে উইলিয়াম পোর্টারফিল্ড, কেভিন ও’ব্রেইনের মতো তারকা ব্যাটসম্যানদের নিয়ে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা।

নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫২ রান করতে সক্ষম হয় আয়ারল্যান্ড ‘এ’ দল। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন সিমি সিং।

বাংলাদেশিদের মধ্যে বল হাতে দুটি করে উইকেট নেন মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম। একটি করে উইকেট পেয়েছেন নাইম হাসান ও আফিফ হোসেন।

১৫৩ রান তাড়া করতে নেমেই বিদায় নেন ছন্দে থাকা জাকির হাসান। শান্তকে নিয়ে সেই ধাক্কা সামলে ওঠেন সৌম্য। পরে বিধ্বংসী রূপ ধারণ করেন তারা। পরে ২৩ বলে ৭ চারে ৩৮ রান করে ফেরেন শান্ত।

বাঁহাতি ব্যাটার ফিরলেও একপ্রান্ত আগলে রাখেন সৌম্য। তুলে নেন অর্ধশতক। ৪১ বলে ৫৭ রানের টর্নেডো ইনিংস খেলেন তিনি। এর মাঝে সাজঘরে ফেরেন মোহাম্মদ মিঠুন। ততক্ষণে জয়ের ভিত পেয়ে যায় বাংলাদেশ।

পরে আল-আমিনও মিজানুর রহমান নিজেদের প্রমাণ করতে ব্যর্থ হলেও স্বরূপে ফেরেন আফিফ। বাকি কাজটুকু সারেন তিনিই। শেষপর্যন্ত ১২বল ও ৪ উইকেট হাতে রেখে ইজয়ের বন্দরে নোঙর করে লাল-সবুজ জার্সিধারীরা।

প্রকাশ :আগস্ট ১৪, ২০১৮ ১২:০২ অপরাহ্ণ