১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৭

‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের রামু উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন।

র‌্যাবের দাবি, নিহতরা ইয়াবা ব্যবসায়ী। তাদের কাছ থেকে চার লাখ ৪৪ হাজার পিস ইয়াবা ও চারটি দেশি-বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় উপজেলায় পানেরছড়া ঢালা এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. নিজাম উদ্দিন (৩০) ও রতন রুদ্র (৩১)। তার দুজনেই চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা ছিলেন।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর মেহেদী হাসান জানান, সকালে ইয়াবার একটি বড় চালান আসছে এমন গোপন তথ্যের ভিত্তিতে উপজেলায় পানেরছড়া ঢালা এলাকায় অভিযানে যায় র‌্যাব। এ সময় একটি লরিকে থামতে বললে মাদক ব্যবসায়ীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে ওই দুই যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ সময় লরি থেকে চার লাখ ৪৪ হাজার পিস ইয়াবা ও চারটি পিস্তল উদ্ধার করা হয়।

রামু থানার ওসি মিজানুর রহমান জানান, গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

প্রকাশ :আগস্ট ১৪, ২০১৮ ১১:৫৬ পূর্বাহ্ণ