১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৪

লন্ডন হামলার পর ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চয়তা

নিজস্ব প্রতিবেদক:
আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির রোববারের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে এ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় বার্মিংহ্যামের অ্যাজবাস্টনে।
কিন্তু যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে সিরিজ সন্ত্রাসীর হামলার পর এ ম্যাচ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কারণ,  লন্ডন হামলার পর ভারতীয় দল যে হোটেলে অবস্থান করছে, সেটিতে তালা ঝুলিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। খবর এনডিটিভি’র।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য বিরাট কোহলিরা বার্মিংহ্যামের ওই হোটেলে অবস্থান করছে।
হোটেলটি হামলার স্থান থেকে প্রায় ১২৫ কিলোমিটার দূরে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে হোটেলের মূল ফটকে তালা দেয়া হয়েছে।
এ ছাড়া হোটেলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আর ওই হোটেলের পার্শ্ববর্তী সড়কগুলোতে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
প্রায় দুই বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির মাধ্যমে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান।
এর আগে শনিবার রাতে লন্ডনে তিনটি সন্ত্রাসী হামলায় ৬ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হন। পরে পুলিশের গুলিতে তিন হামলাকারী নিহত হয়।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ৪, ২০১৭ ১:০১ অপরাহ্ণ