১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩০

নেত্রকোনায় টর্নেডোয় ৮ গ্রাম লণ্ডভণ্ড, ৫০০ ঘর বিধ্বস্ত

নিজস্ব প্রতিবেদক:

নেত্রকোনার আটপাড়া উপজেলায় শনিবার দুপুরে টর্নেডোয় ৮টি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুল-কলেজসহ ৫ শতাধিক কাঁচা-আধা পাকা বাড়ি-ঘর। ঝড়ের সময় গাছ ভেঙে পড়লে চাপা পড়ে আহত হয়েছেন এক বৃদ্ধা।

আটপাড়া উপজেলা ভূমি কর্মকর্তা হেলেনা পারভীন জানান, উপজেলার তেলিগাতী, বিজয়পুর, সাসনকান্দিসহ ৮টি গ্রামের ঘরবাড়ি, গাছপালা বিধ্বস্ত হয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার আশ্বাস দেন।

তিনি জানান, ঝড়ের সময় বিজয়পুর গ্রামে আনোয়ারা বেগম (৭০) নামে এক বৃদ্ধা ভাঙা গাছের নিচে চাপা পড়ে আহত হয়েছেন। সংকটাপন্ন  অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, ক্ষতিগ্রস্তরা বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছে। বিদ্যুতের খুঁটি উপড়ে বেশ কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ৪, ২০১৭ ১২:৫৫ অপরাহ্ণ