দৈনিক দেশজনতা ডেস্ক:
ফেসিয়াল রিকগনিশন সম্বলিত একটি ক্যামেরা বাজারে এনেছে নেস্ট নামের একটি প্রতিষ্ঠান। ক্যামেরাটিকে বলা হচ্ছে নেস্ট ক্যাম আইকিউ। এই ক্যামেরাটি ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি থাকায় এটি যেকোনো ব্যক্তিতে শনাক্ত করতে পারবে। ভবিষ্যতে তিনি একই ক্যামেরার ফ্রেমে এলে তাকে চিনতে পারবে। এই ক্যামেরায় ফোরকে সেন্সর ব্যবহার করা হয়েছে। নেস্টের ক্যামেরাটি মূলত ইনডোর সিকিউরিটি ক্যামেরা। এই ক্যামেরার ঘরের দরজায় স্থাপন করা হলে ঘরের মধ্যে কোনো আগন্তুক প্রবেশ করলে সঙ্গে সঙ্গে তাকে শনাক্ত করতে পারবে। এবং বাড়ির মালিককে তা জানিয়েও দেবে। ক্যামেরাটিতে ফোরকে সেন্সর এবং ১৩০ ডিগ্রি ফিল্ড অব ভিউ রয়েছে। এতে ফোরকে ফুটেজ পাওয়া যাবে। এর ভিডিও রেজুলেশন ১০৮০ পিক্সেল। ক্যামেরাটি কেনার জন্য প্রি-অর্ডার নেয়া হচ্ছে। এর দাম ২৯৯ ডলার।
দৈনিক দেশজনতা/এন এইচ