১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৮

বিশ্ব বাঁহাতি দিবস আজ

ডেস্ক রিপোর্ট:
আজ ১৩ আগস্ট সোমবার বিশ্ব বাঁহাতি দিবস। কর্মক্ষেত্রে বাঁহাতিদের অসুবিধা দূরীকরণ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৭৬ সাল থেকে দিনটিকে ‘লেফট হ্যান্ডারস ইন্টারন্যাশনাল ডে বা আন্তর্জাতিক বাঁহাতি দিবস’ হিসেবে উদযাপন করা হয়।

পৃথিবীতে প্রায় ৯০ শতাংশ মানুষই ডানহাতি। আর মাত্র ১০ শতাংশ লোক বাঁহাতি। ডানহাতি মানুষের সংখ্যা বেশি হওয়ায় বাঁহাতিদের অনেকটাই অবমূল্যায়ন করা হয়। কম্পিউটারের মাউস থেকে শুরু করে আলমারির হাতল পর্যন্ত কোনো পণ্য প্রস্তুতের ক্ষেত্রেও তাদের কথা ভাবা হয় না। এসব জিনিস ডান হাতি ব্যবহারকারীদের উপযোগী করে তৈরি হয়। এই কারণে বিভিন্ন ক্ষেত্রে বাঁহাতিদের নানা ধরনের সমস্যায় পড়তে হয়।

এতোসব প্রতিবন্ধকতার পরও সাফল্যের ক্ষেত্রে বাঁহাতিরা কোনো অংশে পিছিয়ে নেই। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কর্মস্থল- সবক্ষেত্রে তারা কৃতিত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

বাঁহাতি বিশ্বব্যক্তিত্বের তালিকায় রয়েছে- কালজয়ী ছবি ‘মোনালিসা’র স্রষ্টা লিওনার্দো দ্য ভিঞ্চি, বিশ্বখ্যাত সিনেমা পরিচালক ও অভিনেতা চার্লি চ্যাপলিন, সম্রাট আলেকজান্ডার, নেপোলিয়ন বোনাপোর্ট, জুলিয়াস সিজার, রানী ভিক্টোরিয়া, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, বারাক ওবামা।

রয়েছেন জগদ্বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন ও বিশ্বের শ্রেষ্ঠ ধনীর তালিকায় কয়েকবার নাম আসা বিল গেটস, ফুটবল বিস্ময় ম্যারাডোনা, ক্রিকেটার ব্রায়ান লারা, ওয়াসিম আকরাম, যুবরাজ সিং, সাকিব আল হাসানের মতো তারকারা।

রুপালি পর্দার তারকাদের মধ্যে রয়েছেন- হলিউড কুইন অ্যাঞ্জেলিনা জোলি, টম ক্রুজ, বিগ বি অমিতাভ বচ্চনের মতো ব্যক্তিরা।

প্রকাশ :আগস্ট ১৩, ২০১৮ ৪:৫১ অপরাহ্ণ