ডেস্ক রিপোর্ট: আজ ১৩ আগস্ট সোমবার বিশ্ব বাঁহাতি দিবস। কর্মক্ষেত্রে বাঁহাতিদের অসুবিধা দূরীকরণ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৭৬ সাল থেকে দিনটিকে ‘লেফট হ্যান্ডারস ইন্টারন্যাশনাল ডে বা আন্তর্জাতিক বাঁহাতি দিবস’ হিসেবে উদযাপন করা হয়। পৃথিবীতে প্রায় ৯০ শতাংশ মানুষই ডানহাতি। আর মাত্র ১০ শতাংশ লোক বাঁহাতি। ডানহাতি মানুষের সংখ্যা বেশি হওয়ায় বাঁহাতিদের অনেকটাই অবমূল্যায়ন করা হয়। কম্পিউটারের মাউস থেকে শুরু করে ...