২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:৫২

আব্দুল্লাহপুর থেকে জেএমবি’র ৪ সক্রিয় সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর আব্দুল্লাহপুর থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবি’র ৪ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম (সিটি) বিভাগের একটি দল।

গ্রেপ্তারকৃতদের নাম- মহিবুল ইসলাম (২২), মো. মোজাম্মেল হক ওরফে বিল্লাল (৩৪), শামীম আহাম্মদ (২৭) ও মো. দেলোয়ার হোসেন (৩৭)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দু’টি চাপাতি, ৯৬টি ডেটোনেটর, ১০টি ব্যাটারি ও বোমা তৈরির অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

গত রবিবার রাত ৮টা ৪৫ মিনিটে উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার ১০ দিনের রিমান্ড আবেদন করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র সক্রিয় সদস্য। তারা নিষিদ্ধ সংগঠন জেএমবি’র সদস্যপদ গ্রহণ করে এর আদর্শ ও সত্ত্বাকে সমর্থন, প্রচার ও নির্দেশনা প্রদান করত। এ ছাড়া তারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক জননিরাপত্তা বিঘ্নকরণসহ ধ্বংসাত্মক কর্যকলাপ করার উদ্দেশ্যে উল্লেখিত বোমা তৈরির সরঞ্জাম নিজ হেফাজতে রাখে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে উত্তরা-পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু হয়েছে।

প্রকাশ :আগস্ট ১৩, ২০১৮ ৫:০৫ অপরাহ্ণ