নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ১ হাজার ১৮০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার দিবাগত রাত দেড়টার দিকে মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজারস্থ শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব-২ এর একটি দল।
গ্রেফতাররা হলেন- মেহেদী হাসান (২০), মো. সজীব (২০), রাকিবুল ইসলাম (২০) ও হামিম (২৮)।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মোহাম্মদ রবিউল ইসলাম জানান, রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজারস্থ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ১নং গেটের সামনে মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা সেখানে অভিযানে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় চারজনকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানান, তারা আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাড়তি আয়ের লোভে মাদক ব্যবসায় জড়িয়েছে। দেশব্যাপী মাদকবিরোধী সাঁড়াশি অভিযান পরিচালিত হওয়া সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অগোচরে তারা এই কাজ করে আসছে। রাজধানীর বিভিন্ন স্থানের পরিচিত ক্রেতার কাছ থেকে কয়েক ঘণ্টা আগে অর্ডার নিয়ে সুবিধাজনক স্থানে চড়া দামে (ইয়াবা) বিক্রি করে আসছিল তারা। গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।