১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৪

দেশের ক্ষমতাবানরাই আইন মানতে চান না: দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক:

দেশের বেশিরভাগ মানুষ আইন মানতে চায় না উল্লেখ করে দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, যারা ক্ষমতাবান সেখানে তারাই আইন মানতে চান না। তাহলে কত দূর সম্ভব? আমাকে দিয়েছেন ক্ষমতা। সেখানে আইন মানার জন্য আমি তো আগে আইন মানবো।

আজ সোমবার ‘দুর্নীতি প্রতিরোধ ও উত্তম চর্চার বিকাশে এফ এম বেতারের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শেষে তিনি এসব কথা বলেন।

ইকবাল মাহমুদ বলেন, সেই যে উল্টোপথের গাড়ি চলা। তা আজও বন্ধ হয়নি। ফুটওভার ব্রিজ রয়ে গেছে কিন্তু তা ব্যবহার হচ্ছে না। এটা ঠিক না। সুতরাং আইন না মানার প্রবণতায় আমরা সবাই দোষী। আইনটা কিন্তু হঠাৎ করে আকাশ থেকে পড়েনি। বিবেকে যা বাধা দেয় সেটা আগে অনুসরণ করুন।

তিনি বলেন, দুর্নীতির ব্যাপারে আমি স্পষ্ট করে বলতে চাই, আমাদের (দুদক) বিরুদ্ধেও অভিযোগ করতে পারেন। আমাদের মধ্যে যদি দুর্নীতি থাকে তবে অভিযোগ করুন। আমরা ব্যবস্থা নেব। সামনের দিনগুলোতে কিভাবে আইন মানাতে হয় সেই ব্যবস্থা দুদক গ্রহণ করবে।

এরআগে আলোচনা সভায় দুদক চেয়ারম্যান দেশে স্বীকৃত সকল এফ এম বেতারে দুর্নীতিবিরোধী অনুষ্ঠান, জকিদের ব্যবহার, সোস্যাল মিডিয়ায় দুর্নীতিবিরোধী প্রচারণার আহ্বান জানান।

প্রকাশ :আগস্ট ১৩, ২০১৮ ৩:৪৮ অপরাহ্ণ