১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:১৭

কিশোরগঞ্জে কুকুরের উৎপাত, আহত ২৬

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে পাগলা কুকুরের কামড়ে ২৬ জন আহত হয়েছেন। এ সময় উত্তেজিত জনতা পিটিয়ে পাঁচটি কুকুর মেরে ফেলেছে। সোমবার দুপুরে কটিয়াদী বাজারে এ ঘটনা ঘটে।

কটিয়াদী বাজারের ব্যবসায়ী বেণি মাধব ঘোষ জানান, কয়েকটি পাগলা কুকুর কটিয়াদী বাজারে ব্যবসায়ী, ক্রেতা, পথচারীসহ ২৬ জনকে কামড়ায়। পরে তারা কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। ঘটনার পর উত্তেজিত জনতা পিটিয়ে পাঁচটি কুকুরকে মেরে ফেলে।

প্রকাশ :আগস্ট ১৩, ২০১৮ ৪:১০ অপরাহ্ণ