১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৪

কুমিল্লায় বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন

আদালত প্রতিবেদক:
কুমিল্লার বুড়িচংয়ে বড় ভাই আবুল কালাম আজাদকে হত্যার দায়ে ছোট ভাই আবু মাসুদকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০হাজার টাকা জরিমানা করেছে আদালত।

বুধবার বিকালে এই রায় দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক নূর নাহার বেগম শিউলি। আবুল কালাম আজাদ বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের আবদুর রউফের ছেলে।

মামলা ও আদালতের সূত্র জানায়, ভারেল্লা পশ্চিম বাজারে আবদুর রউফের চা দোকান ছিলো। তাকে সহযোগিতা করত তার ছোট ভাই আবু মাসুদ। ঘটনার দুই দিন আগে আবু মাসুদ বড় ভাই আবুল কালাম আজাদের স্ত্রী তাছলিমা বেগমকে কুপ্রস্তাব দেয়। তাছলিমা বিষয়টি স্বামীকে জানায়। আবু মাসুদকে এই নিয়ে বড় ভাই আজাদ বকাবকি করেন। এতে ক্ষুব্ধ হয়ে ২০১২সালের ২৮ নভেম্বর ভারেল্লা পশ্চিম বাজারের চা দোকানে গিয়ে দা দিয়ে বড় ভাই আবুল কালাম আজাদকে কুপিয়ে হত্যা করে ছোট ভাই আবু মাসুদ। এই ঘটনা নিয়ে আজাদের স্ত্রী তাছলিমা বেগম বাদী হয়ে বুড়িচং থানায় মামলা দায়ের করেন। বুড়িচং থানার এসআই মোজাম্মেল হক ২০১৩সালের ২৯মার্চ আদালতে চার্জশিট জমা দেন। মামলার বাদী পক্ষের আইনজীবী ছিলেন এমএ সোবহান ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন আরিফুর রহমান জামিল।

প্রকাশ :আগস্ট ৮, ২০১৮ ৭:১৮ অপরাহ্ণ