১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০২

শবনম ফারিয়ার ‘রঙিন খাম’

বিনোদন ডেস্ক:
প্রত্যেকদিন নীল খামে ভরে বাড়ির ছাদে চিঠি রেখে আসে মেয়েটা। ছেলেটা চিঠিগুলো পায় কিন্তু চিঠির মানুষটির পরিচয় পায় না। চিঠির ওপারের মানবীকে খোঁজার চেষ্টা করে ছেলেটা। তারপর কী হয়? দেখা কি হয় কথা তাদের? দেখা যাবে ‘রঙিন খাম’ নামের একটি নাটকে। মেহরাব জাহিদ রচিত এই নাটকটি পরিচালনা করেছেন সজীব মাহমুদ।

এই নাটকের চিঠি রেখে আসা মেয়েটির চরিত্রে অভিনয় করেছেন শবনম ফারিয়া। আর ছেলেটির চরিত্রে পাওয়া যাবে ইরফান সাজ্জাদকে। নাটকে তাদের নাম রূপা ও রিফাত।

নাটকটিতে দেখা যাবে, রূপা রিফাতকেচিঠি লেখে । কিন্তু রিফাত বুঝতে পারে না চিঠিটা কে দিয়েছে। অজানা কাউকে নিয়ে রিফাতের মনে আগ্রহ তৈরি হতে থাকে শুধু। রিফাত চিঠির উত্তর দিয়ে দেখা করতে বলে অজানা মানবীকে। রূপা অজানা অচেনা মেয়ে হিসেবে দেখা করতে যায় এবং বলে রিফাত যে মেয়েকে মনে করেছিলো রূপা সে না। রিফাত তার নির্বুদ্ধিতার জন্য লজ্জা পায়, সরি বলে রূপার কাছে। পরে রূপা রিফাতকে প্রোপজ করে কিন্তু রিফাত তাকে ফিরিয়ে দেয় আর খুঁজতে থাকে সেই মেয়েটিকে ? চিঠির ঐ মানবীকে ভালোবেসে ফেলেছে রিফাত। এভাবেই এগিয়ে যেতে থাকে একক নাটক ‘রঙিন খাম’-এর গল্প।

প্রকাশ :আগস্ট ৮, ২০১৮ ৬:৪৯ অপরাহ্ণ