বিশেষ প্রতিবেদক:
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে ডুবন্ত ফেরীর ৩০০ যাত্রীর প্রাণ বাঁচালেন সোহাগ নামে এক যু্বক। গতকাল মঙ্গলবার ১০টা ৫ মিনিটে ফোন করে সোহাগ পুলিশকে জানান, তিনি রানীক্ষেত নামে একটি ফেরির যাত্রী। মাওয়া থেকে কাঠালবাড়ি যাওয়ার পথে পদ্মা নদীতে তাদের ফেরি দুর্ঘটনা কবলিত হয়ে ডুবে যাচ্ছে।
কর্তব্যরত পুলিশ সদস্য ফোন কলটি রিসিভ করে অবিলম্বে কোস্টগার্ড, নৌ-পুলিশ এবং ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান। কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট সকলে দ্রুত পদক্ষেপ নিয়ে ঘটনাস্থলে গিয়ে ফেরি থেকে প্রায় ৩০০ জন যাত্রী উদ্ধার করে।
শ্রীনগর, মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের একটি দল ট্রলার ও পাম্প মেশিন সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ডুবে যাওয়া ফেরি থেকে পানি নিষ্কাশন শুরু করে। ফেরির মধ্যে তখনও ৯টি ট্রাক ও ৬টি বাস ছিল।
শেষ পর্যন্ত ফেরিটি কোন হতাহত ও ক্ষয়ক্ষতি ছাড়াই কাঁঠালবাড়ি ঘাটে নিরাপদে পৌঁছেছে। সূত্র: বাংলাদেশ পুলিশ