কুমিল্লা প্রতিবেদক:
কুমিল্লার চৌদ্দগ্রামে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ফারুক নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মুন্সিরহাট কলেজ রোড এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
নিহত ফারুক পৌর এলাকার রামরায় এলাকার মমতাজ উদ্দিনের ছেলে।
র্যাবের দাবি, ফারুক একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় পাঁচটি মাদক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে গুলিসহ বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
র্যাবের ভাষ্যমতে, ইয়াবা পাচার হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে গতরাত ৩টার দিকে চৌদ্দগ্রামের কোমাল্লা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে আগে থেকে ওত পেতে থাকা সহযোগীরা গুলি চালায়। একপর্যায়ে মাদক ব্যবসায়ী ফারুকও গুলি করে পালাতে চেষ্টা করেন। র্যাবও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই নিহত হন ফারুক।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সাল বিষয়টি নিশ্চিত করেছেন।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

