১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৭

ট্রাফিক সপ্তাহের প্রথম ৩ দিনে ৭০ হাজার ৮৮৬ মামলা

ডেস্ক রিপোর্ট:
ট্রাফিক সপ্তাহের প্রথম তিন দিনে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ৭০ হাজার ৮৮৬টি মামলা হয়েছে। এর মধ্যে শুধু মঙ্গলবারই হয়েছে ২৪ হাজার ৩৯৯টি মামলা। জরিমানা আদায় করা হয়েছে ৫৫ লাখ ৫৮ হাজার ২২৫ টাকা। জব্দ করা হয়েছে ৫৭৭টি যানবাহন।

রোববার দুপুরে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় ‘ট্রাফিক সপ্তাহ-২০১৮’ উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার ছিল ট্রাফিক সপ্তাহের তৃতীয় দিন। আগামী ১১ আগস্ট পর্যন্ত চলবে এ সপ্তাহ।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ) সোহেল রানা সমকালকে বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ও যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে ঢাকাসহ সারাদেশে ট্রাফিক বিভাগের অভিযান চলছে। বিভিন্ন স্থানে যানবাহনের কাগজপত্র পরীক্ষা করে দেখছেন সংশ্নিষ্ট পুলিশ সদস্যরা। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ সদর দপ্তর জানায়, ট্রাফিক আইন লঙ্ঘন, ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস না থাকাসহ বিভিন্ন অপরাধে অভিযানের তৃতীয় দিন মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত যানবাহনের বিরুদ্ধে ১৭ হাজার ৭২৭ ও চালকের বিরুদ্ধে ছয় হাজার ৬৭২ মামলা হয়েছে। এর আগে সোমবারের অভিযানে যানবাহনের বিরুদ্ধে ২১ হাজার ৩৩৬ ও চালকের বিরুদ্ধে পাঁচ হাজার ৭৬৫ মামলা হয়। সেদিন জরিমানা করা হয় ৬৭ লাখ ১৩ হাজার ২৫০ টাকা। আর প্রথম দিনে মোট মামলা হয় ১৯ হাজার ৩৬৬টি।

এদিকে অভিযানের তৃতীয় দিনে মঙ্গলবার রাজধানীতে তিন হাজার ৯০৯টি মামলা হয়েছে। জব্দ করা হয়েছে ৭৪টি মোটরসাইকেল। ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, উল্টোপথে গাড়ি চালানোর অপরাধে ৩৮৬, হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ৪৭, হুটার ও বিকন লাইট ব্যবহার করায় ৮, মাইক্রোবাসে কালো কাচ ব্যবহার করায় ২৫ এবং বিভিন্ন ধরনের স্টিকার ব্যবহার করার অপরাধে দুটি গাড়ির বিরুদ্ধে মামলা হয়েছে। এ ছাড়াও ড্রাইভিং লাইসেন্স না থাকায় এক হাজার ৭৮, গাড়ির ফিটনেস না থাকায় ২১২ ও ট্রাফিক আইন অমান্য করায় দুই হাজার ৩৪টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় ৩৮ ভিডিও ও পাঁচটি সরাসরি মামলা দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ডিএমপির ট্রাফিক বিভাগ এই অভিযান চালায়।

২৯ জুলাই বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। নয় দফা দাবিতে তাদের বিক্ষোভে কার্যত অচল হয়ে পড়ে ঢাকা। বিভিন্ন সড়কে নেমে যানবাহনের কাগজপত্র পরীক্ষা ও যান চলাচলে শৃঙ্খলা আনার চেষ্টা চালায় শিক্ষার্থীরা। এ পরিস্থিতিতে রোববার ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করা হয়।

প্রকাশ :আগস্ট ৮, ২০১৮ ১০:৪১ পূর্বাহ্ণ