১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪২

ব্র্যাডের ওপর এখনো রাগ-বিদ্বেষ জমিয়ে রেখেছেন জোলি

বিনোদন ডেস্ক:

প্রথমে প্রেম, বিয়ে। তারপরে বিচ্ছেদ! ব্র্যাড পিট-অ্যাঞ্জেলিনা জোলির জীবন চিরকালই যেন খোলা খাতা। যাবতীয় লাইমলাইট কেড়ে নেওয়া দাম্পত্য ভেঙেছে আগেই। কিন্তু ব্র্যাডের ওপর এখনো রাগ-বিদ্বেষ জমিয়ে রেখেছেন জোলি।

হলিউডের একটি ওয়েবসাইট জানাচ্ছে, ব্র্যাড এই সম্পর্ক থেকে বেরিয়ে নতুন করে ফের ডেটিং শুরু করেছেন। কিন্তু জোলি এখনো তিক্ততা থেকে বেরোতে পারেননি। ব্র্যাডের বন্ধুদের সঙ্গেও তার স্বাভাবিক সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে। আর সে জন্য তিনি পরোক্ষভাবে দায়ী করেন ব্র্যাডকেই।

আনন্দবাজার পত্রিকা সূত্রে জানা যায়, গত আট মাস সবচেয়ে কঠিন সময়ের মধ্যে কাটিয়েছেন অ্যাঞ্জেলিনা। সেটা কাটিয়ে এখন এসব নিয়ে কথা বলতে পারছেন!

অ্যাঞ্জেলিনার ঘনিষ্ঠ একজন সাংবাদিকদের বলেন, ‘এতদিনে ব্র্যাডের সঙ্গে বিচ্ছেদ নিয়ে বন্ধুদের সঙ্গে কথা বলতে শুরু করেছেন অ্যাঞ্জেলিনা। কীভাবে ব্র্যাড অত্যধিক মদ্যপান করতেন, সন্তানদের কোনো সময়ই দিতেন না— সে সবই ধীরে ধীরে বলতে শুরু করেছেন তিনি।’

যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে অন্য একটি সূত্র। সেই সূত্রের দাবি, ব্র্যাডের কাছে এখন সন্তানরাই অগ্রাধিকার। তাদের খুশি করার জন্য সব চেষ্টা করছেন তিনি। কাজ সামলে শুরু করছেন নতুন জীবন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ৪, ২০১৭ ১১:০৬ পূর্বাহ্ণ