১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৬

রজনীকান্তের ২.০রেকর্ড ভেঙে দিল বাহুবলী ২’র

বিনোদন ডেস্ক:

ভারতীয় সিনেমা হিসেবে মাইলস্টোন তৈরি করে ফেলেছে পরিচালক রাজামৌলির ছবি বাহুবলী ২। এই ছবি ঘিরে কিছুদিন আগেই সারা দেশে উন্মাদনা তুঙ্গে ছিল।একের পর এক নতুন রেকর্ড তৈরি করতে লাগল বাহবলী ২। এবার বাহুবলী ২’র রেকর্ড ভেঙে দিল রজনীকান্তের নতুন ছবি ২.০।কিন্তু ছবি মুক্তির আগেই কীভাবে রেকর্ড ভাঙল? ২৪ ঘণ্টা পত্রিকা সূত্রে জানা যায়, রজনীকান্তের পরবর্তী ছবি মুক্তি পাবে আগামী বছর অর্থাৎ ২০১৮ সালেল ২৫ জানুয়ারি।একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, সারাদেশে ১৫টি ভাষায় ৭ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে রজনীকান্তের ২.০। যেখানে বাহুবলী ২ মুক্তি পেয়েছিল ৬ হাজার ৫০০টি প্রেক্ষাগৃহে।   প্রসঙ্গত, রজনীকান্তের সঙ্গে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে অক্ষয় কুমারকে। তিনি খলনায়কের ভূমিকায় রয়েছেন এবং নায়িকার চরিত্রে দেখা যাবে অ্যামি জ্যাকশনকে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ৪, ২০১৭ ১১:১৩ পূর্বাহ্ণ