১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৫

ভারতীয় ট্রাকচালক গুমের খবরে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

বেনাপোল স্থলবন্দরে ভারতীয় এক ট্রাক চালককে গুম করার খবরে শনিবার দুপুর থেকে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। দুই দেশের ব্যবসায়ীরা বন্দরে অনেক খোঁজাখুঁজি করেও ওই ট্রাক চালকের কোনো সন্ধান পাননি। শনিবার দুপুর ২টায় ভারতীয় ব্যবসায়ী সংগঠনের নেতারা বেনাপোল চেকপোস্টে পণ্য প্রবেশের গেট বন্ধ করে দেন। বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, ভারতীয় এক ট্রাক চালককে বেনাপোল বন্দরের শ্রমিকরা মেরে ট্রাকের মধ্যে রেখে দিয়েছে বলে ভারতীয় ট্রাকের এক হেলপার অভিযোগ করেন। এ খবরে ব্যবসায়ীরা প্রতিবাদ জানিয়ে বাণিজ্য বন্ধ করে দেন। পরে আমরা বেনাপোল বন্দরে গিয়ে বিভিন্ন স্থানে তল্লাশি করেছি। কিন্তু ট্রাক চালকের কোনো খোঁজ পাইনি। এমনকি অভিযোগকারী ট্রাকের হেলপারেরও কোনো খোঁজ নেই। এতে জটিলতা বেড়েছে। বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুন রহমান জানান, এই খবরে শুনে তারা বন্দরে রয়েছেন। কিন্তু কোনো অভিযোগকারীকে না পাওয়ায় সমস্যা হয়েছে। তবে নিখোঁজ ট্রাক চালক ও হেলপারকে খোজা হচ্ছে।   বেনাপোল স্থলবন্দর পরিচালক (ট্রাফিক) আব্দুর রউফ এ ঘটনায় বাণিজ্য বন্ধের বিষয়টি নিশ্চিত করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ রয়েছে। এছাড়া গুম হওয়া ট্রাক চালক ও অভিযোগকারী ট্রাকের হেলপারের নাম-ঠিকানা কেউ বলতে পারেনি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ৪, ২০১৭ ১০:০৬ পূর্বাহ্ণ