১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪৩

গাছ উপড়ে পড়ায় গাইবান্ধায় গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট যানবাহন চলাচল বন্ধ

দৈনিক দেশজনতা ডেস্ক:

ঝড়ে গাছ উপড়ে পড়ায় গাইবান্ধায় গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে শনিবার সন্ধ্যা সাতটা থেকে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। ফলে পলাশবাড়ি-ঘোড়াঘাট সড়ক দিয়ে ২৫ কিলোমিটার ঘুরে যানবাহন চলাচল করছে।   গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস অফিস ইনচার্জ নজরুল ইসলাম জানান, উপজেলার উপর দিয়ে সন্ধ্যার দিকে প্রবল ঝড় বয়ে যায়। এতে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট আঞ্চলিক সড়কের কাটা এলাকায় সড়কের ওপর একটি পাকুড়গাছ উপড়ে পড়ে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, গাছ উপরে পড়ায় সড়কের উভয় পাশে যাত্রীবাহী বাস ও মালামাল পরিবহনকারী বিপুল সংখ্যক ট্রাক আটকা পড়েছে। এতে চালক ও যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়েছেন। ঘটনার পর থেকে গোবিন্দগঞ্জের ফায়ার সার্ভিসের একটি দল সড়কটি সচল করতে কাজ করে যাচ্ছে। রাত পৌনে ২ টায় এ খবর লেখা পর্যন্ত সড়কে উপড়ে পড়া গাছটি অপসারণ কাজ অব্যাহত ছিলো।এদিকে ঝড়ের কারণে গোবিন্দগঞ্জ পৌর এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে সন্ধ্যা থেকে রাত ১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। ঝড়ের গাছ ও গাছের ডাল ভেঙে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। গাছ ও গাছের ডালপালা কেটে না ফেলানো পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি চালু করা সম্ভাব হচ্ছেনা।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ৪, ২০১৭ ১০:১৫ পূর্বাহ্ণ