১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৪

পায়ুপথে মিলল স্বর্ণের বার

নিজস্ব প্রতিবেদক:

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক যাত্রীর মলদ্বারে লুকানো ৮টি স্বর্ণের বার জব্দ করেছে বিমানবন্দর কাস্টম। আজ সকাল সাড়ে নয়টার ফ্লাইটটি বিমানবন্দরে পৌঁছালে প্রথমে সন্দেহের ভিত্তিতে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টম হাউসের কর্মকর্তারা।

তারা জানান, শারজাহ থেকে এয়ার এরাবিয়ার সকাল সাড়ে নয়টার ফ্লাইটে ফটিকছড়ির সুমন দাশ আসেন। তার গতিবিধি সন্দেহজনক হলে কাস্টম হাউসের কর্মকর্তারা চ্যালেঞ্জ করেন। একপর্যায়ে মলদ্বারে স্বর্ণ থাকার বিষয়টি স্বীকার করেন। এরপর সুমন দাশকে আটক করে স্বর্ণের আটটি বার বের করা হয়। যার ওজন ৯৩৬ গ্রাম এবং দাম ৪৫ লাখ টাকা।

এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান কাস্টম কর্মকর্তারা।

প্রকাশ :আগস্ট ১, ২০১৮ ১:২৬ অপরাহ্ণ