১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০০

জাবালে নূর পরিবহনের রুট পারমিট বাতিল: বিআরটিএ চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলায় বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় জাবালে নূর পরিবহনের রুট পারমিট বাতিল করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

আজ বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় বিআরটিএ’র চেয়ারম্যান মশিউর রহমান এ ঘোষণা দেন।

অভিযানে ফিটনেসবিহীন বেশ কিছু গাড়িকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা, ১৮ জন চালককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও সাতটি মামলা দেওয়া হয়।

গত রোববার দুই বাসের প্রতিযোগিতায় কুর্মিটোলায় বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরও বেশ কয়েকজন শিক্ষার্থী। পরে দুই বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় আজ চতুর্থদিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। নৌমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ ও ঘাতক বাসচালকের ফাঁসিসহ নয় দফা দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

প্রকাশ :আগস্ট ১, ২০১৮ ১:৫০ অপরাহ্ণ