১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৪৯

শাহবাগে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিমানবন্দর সড়কে জাবালে নূর বাসের চাপায় দুই শিক্ষার্থী মৃত্যুর প্রতিবাদে শাহবাগে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পেইজ খুলে এই কর্মসূচির ডাক দেওয়া হলে আজ বুধবার দুপুর ১২টা থেকে ওই এলাকায় জড়ো হতে থাকেন শিক্ষার্থী।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘এ কেমন দেশে জন্ম হল আমার হায়!! যে দেশে কোনো বিচার ব্যবস্থা সচল নাই’, ‘ক্যাম্পাসে নিরাপদ নই, রাস্তায় নিরাপদ নই, যাবোটা কোথায়’-সহ নানা স্লোগানে প্লেকার্ড তৈরি করে। পরে সেখানে একটি একটি মানববন্ধন আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

গত রবিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার বিমানবন্দর সড়কের হোটেল র‌্যাডিসনের সামনে জাবালে নূর পরিবহনের দুটি বাসের প্রতিযোগিতায় নির্মমভাবে প্রাণ হারান শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আব্দুল করিম সজীব। একই ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। তারা সবাই ফুটপাথে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন।

প্রকাশ :আগস্ট ১, ২০১৮ ১:০৭ অপরাহ্ণ