আন্তর্জাতিক ডেস্ক:
যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে কলেরায় আক্রান্ত হয়ে গত এক মাসে অন্তত ৬০০ মানুষ মারা গেছে, জাতিসংঘের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। জানা গেছে, দেশটির বিরুদ্ধে সৌদি আগ্রাসন অব্যাহত থাকায় সেখানকার স্বাস্থ্য পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে।
ইউনিসেফের আঞ্চলিক প্রধান গিয়ার্ট ক্যাপেলিয়ার্স জানান, এক মাসের কিছু বেশি সময়ের মধ্যে ইয়েমেনে অন্তত ৭০ হাজার মানুষের কলেরায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে অন্তত ৬০০ মানুষ মারা গেছেন।
গিয়ার্ট ক্যাপেলিয়ার্স বলেন, ‘এই রোগটি মারাত্মক সংক্রমক হওয়ায় সারা দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে। ফলে অন্যান্যদের পাশাপাশি দেশটির শিশৃুরাও ব্যাপক হারে স্বাস্থ্য বিপর্যয়ের সম্মুখিন হচ্ছে।’
তিনি বলেন, ‘ইয়েমেনে দৈনিক অসংখ্য শিশু কলেরা, ডায়রিয়া এবং অপুষ্টিতে মারা যাচ্ছে। অথচ এই রোগগুলো সহজেই প্রতিরোধ করা সম্ভব। এসব রোগের সহজ চিকিৎসা রয়েছে।’
প্রসঙ্গত, ইয়েমেনে গত বছরের অক্টোবরে মহামারী আকারে কলেরার প্রকোপ দেখা দিয়েছিল। ডিসেম্বরে এই প্রকোপ বন্ধ হয়েছিল। কিন্তু চলতি বছরের এপ্রিল মাস থেকে আবারও দেশটিতে কলেরা ভয়াবহ রুপ ধারণ করেছে।
দৈনিক দেশজনতা/এন আর