নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর শাহবাগ মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় ওমর ফারুক (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সকাল পৌনে ১১টার দিকে শাহবাগ ফুল দোকানের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
ওমর ফারুক পেশায় এক চিকিৎসকের গাড়ি চালক। তিনি চাঁদপুর মতলব থানার মৃত আ. সামাদের ছেলে।
নিহত ফারুকের আত্মীয় সূত্রে জানা যায়, পাঁচদিন আগে ফারুকের বাবা মারা গেছেন। বাবার দাফন সম্পন্ন করে মঙ্গলবার (১৭ জুলাই) গ্রাম থেকে ঢাকায় আসেন। স্ত্রী মনুজা বেগমের চোখের চিকিৎসার জন্য তাকেও সঙ্গে নিয়ে আসেন। বুধবার সকালে চোখের চিকিৎসার জন্য বারডেম হাসপাতালে আসছিলেন মনুজা। তাকে রিসিভ করার জন্য শাহবাগ মোড়ে দাঁড়িয়ে ছিলেন ফারুক। মোড়ে দাঁড়িয়ে দূর থেকে তাদের বহনকারী বাসটি দেখে এগিয়ে গেলে অন্য একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে ১১ দিকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাহেদ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।