১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৫৬

গার্মেন্টস শ্রমিকদের বর্তমান বেতন গ্রহণযোগ্য নয় : নৌমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ২০১৩ সালে গার্মেন্টস শ্রমিকদের জন্য বর্তমানে যে বেতন কাঠামো ৫ হাজার টাকা রয়েছে সেটি কোনভাবেই সঠিক নয় এবং গ্রহণযোগ্য নয়।

আজ সকালে মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষ ও ফলদ মেলার উদ্বোধনের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী এসময় গার্মেন্টস শ্রমিকদের বিভিন্ন সংগঠনের ডাকা আন্দোলন প্রসঙ্গে আরো বলেন, সরকার মালিক পক্ষ ও শ্রমিকদের সাথে বসে আলোচনা করে একটি বেতন কাঠামো নির্ধারণ করবে বলে আমি বিশ্বাস করি।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জিএমএ গফুর প্রমুখ।

প্রকাশ :জুলাই ১৮, ২০১৮ ১:৫৩ অপরাহ্ণ