১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৬

মায়ের চরিত্রে প্রিয়াঙ্কা!

বিনোদন ডেস্ক:
প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের একজন। হলিউডেও সমান জনপ্রিয় এ অভিনেত্রী। ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজ, বেওয়াচ সিনেমার মধ্যদিয়ে আন্তর্জাতিকভাবে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন দেশি গার্ল। তবে ফের বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা।

জানা গেছে, সোনালি বোস পরিচালিত ছবিটির নাম, ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। এতে আরো অভিনয় করবেন ফারহান আখতার ও জাইরা ওয়াসিম। সিনেমাটি প্রিয়াঙ্কা চোপড়া ও জাইরা ওয়াসিমের ওপর নির্ভর করে নির্মাণ হবে। এতে জাইরা ওয়াসিম প্রিয়াঙ্কার মেয়ের চরিত্রে অভিনয় করবেন।

এদিকে একটি সূত্রের দেয়া তথ্যমতে, সোনালি বোস তার সিনেমাটির জন্য তিনি তার স্বাভাবিক পারিশ্রমিক দাবি করতে পারবেন না প্রিয়াঙ্কা খুব ভালো করেই তা বুঝতে পেরেছেন। কারণ এতে বাজেটের স্বল্পতার জন্য সিনেমাটির কাজ বন্ধ হয়ে যেতে পারে। তারই পরিপ্রেক্ষিতে সিনেমার লভ্যাংশ দাবি করেছেন প্রিয়াঙ্কা।

বলিউডের প্রথম সারির অনেক অভিনেতাই সিনেমার লভ্যাংশ নিয়ে কাজ করে থাকেন। তবে অভিনেত্রীদের ক্ষেত্রে তেমনটা সচরাচর দেখা যায় না। জানা গেছে, সব কিছু ঠিক থাকলে বলিউড সিনেমায় লভ্যাংশ নেয়া প্রথম অভিনেত্রী হবেন প্রিয়াঙ্কা।

প্রকাশ :জুলাই ১৬, ২০১৮ ১০:১৬ পূর্বাহ্ণ