২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৮

ময়মনসিংহ ও কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

জেলা সংবাদদাতা:
সারা দেশে চলমান মাদকবিরোধী অভিযানে ময়মনসিংহ ও কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দু’জন নিহত হয়েছেন। রোববার গভীর রাতে এসব ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত দুজনই মাদক ব্যবসায়ী।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, শীর্ষ মাদক ব্যবসায়ী আহসান উল্লাহ খান নোমান সদর উপজেলার চরনিলক্ষীয়া ইউনিয়নের রঘুরামপুর এলাকায় অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে রোববার রাত তিনটার দিকে পুলিশের একটি দল সেখানে পৌঁছালে নোমানের লোকজন পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল নিক্ষেপসহ এলোপাতাড়ি গুলি করে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে উভয়ের পক্ষের গোলাগুলির মাঝে পরে নোমান গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, নিহত নোমান শহরের শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে মাদকসহ ১৪টিরও বেশি মামলা রয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন বলেন, এক দল মাদক ব্যবসায়ী হরিপুর সেতুর নিচে মাদক কেনাবেচা করছে- এমন সংবাদের ভিত্তিতে রোববার রাত ২টার দিকে পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর গুলি চালায়। এতে পুলিশও পাল্টা জবাব দিলে দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ‘বন্দুকযুদ্ধ’ চলে। ঘটনাস্থলে একজন মাদক ব্যবসায়ীকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, নিহত শহর আলী কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুরের বাসিন্দা ছিলেন। তার বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মাদকসহ ১২টি মামলা রয়েছে।

প্রকাশ :জুলাই ১৬, ২০১৮ ১০:৩৫ পূর্বাহ্ণ