২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৯

যুবলীগ নেতার ইয়াবা বহন করতে গিয়ে জেলহাজতে কিশোর

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পৌর যুবলীগ নেতা নুর হোসেন পাটোয়ারীর ইয়াবা বহন করতে গিয়ে রাব্বি (১৬) নামের এক কিশোরকে পুলিশ বৃহস্পতিবার রাতে সোনাপুর হরিসভা এলাকা থেকে  গ্রেফতার করেছে।  বর্তমানে রাব্বি মাদক মামলায় জেলহাজতে আছে। গ্রেফতারকৃত রাব্বি সোনাপুর বাজার ব্যবসায়ী ও সোনাপুর গ্রামের কামার বাড়ির ইব্রাহিম খলিল (দুখু মিয়ার) ছেলে।

রামগঞ্জ থানা এসআই পংকজ কুমার দেবনাথ ও এএসআই মোজাম্মেল হক বৃহস্পতিবার রাত ৮টার সময় সোনাপুর হরিসভা চৌরাস্তা থেকে কিশোর রাব্বিকে ১পিস ইয়াবাসহ গ্রেফতার করে। শুক্রবার সকালে থানার এস.আই পংকজ কুমার দেবনাথ ৩০পিস ইয়াবা দেখিয়ে মামলা রুজু করে লক্ষ্মীপুর জেলা জেলহাজতে প্রেরন করে। রাব্বির পিতা ইব্রাহিম খলিল ও দাদী মানিকো বলেন, রাব্বির বয়স ১৬ বছর, রাত ৮টার সময় সোনাপুর বাজারের ভাংগারী দোকানে থাকাবস্থায় পৌর যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি নুর হোসেন পাটোয়ারী একটি দিয়াশলাইয়ের প্যাকেট রাব্বির হাতে দেয়। কিছুক্ষন পর রাব্বি সোনাপুর হরিসভা পৌছলে পুলিশ আটক করে।
সোনাপুর ওয়ার্ড আনসার ভিডিপি কমান্ডার ও রাব্বির ফুফি বিউটি বেগম বলেন, থানার এসআই পংকজ কুমার দেবনাথ প্রথমে রাব্বির কাছে ৫পিস ইয়াবা পেয়েছে বলে। ছেড়ে নেওয়ার জন্য ১ লক্ষ টাকা দাবী করে। এ টাকা দিতে না পারায় ৩০পিস ই্য়াবা দিয়ে মাদক ব্যবসায়ী হিসাবে মামলা করে দেয়। আমি আদালতে ম্যাজিস্ট্রেটে এর সামনে দাড়িয়ে টাকা চাওয়ার কথা বলতে পারবো।
নূর হোসেন পাটোয়ারী জানান, পুলিশ জোর পূর্বক  রাব্বির কাছ থেকে আমার নামের স্বীকারোক্তি নিতে পারে। তবে রাব্বির সাথে আমার কখনো ব্যক্তিগত ভাবে অথবা মোবাইলে কথা হয়নি।
থানা এস.আই পংকজ কুমার দেবনাথ জানান, রাব্বির নিকট থেকে ৩০পিস ইয়াবা পাওয়া গেছে। তার পরিবারের পক্ষ থেকে এক লক্ষ টাকা চাওয়ার কথাটা সম্পুর্ন মিথ্যা ও সুপরিকল্পিত।
দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ৩, ২০১৭ ৫:১৫ অপরাহ্ণ