১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৭

অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তার বদলি

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে শুক্রবার রাতে এ তথ্য জানানো হয়।

বদলিকৃত কর্মকর্তারা হলেন- দারফুর মিশন হতে প্রত্যাগত এবং পুলিশ সদর দফতরে রিপোর্টকৃত অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদকে অতিরিক্ত পুলিশ সুপার বি-সার্কেল রংপুর, কঙ্গো মিশন হতে প্রত্যাগত এবং পুলিশ সদর দফতরে রিপোর্টকৃত অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কুড়িগ্রাম, কঙ্গো মিশন হতে প্রত্যাগত এবং পুলিশ সদর দফতরে রিপোর্টকৃত অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিনকে অতিরিক্ত পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল, দিনাজপুর, কঙ্গো মিশন হতে প্রত্যাগত এবং পুলিশ সদর দফতরে রিপোর্টকৃত অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগমকে অতিরিক্ত পুলিশ সুপার রেঞ্জ ডিআইজি অফিস, চট্টগ্রাম।

এছাড়া নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আ. হালিম মোল্লাকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, কেএমপি, খুলনা, পাবনার বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুল হককে অতিরিক্ত পুলিশ সুপার ৫ম এপিবিএন, রেলওয়ে সৈয়দপুরের অতিরিক্ত পুলিশ সুপার কাজী আহসান হাবীবকে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, মাগুড়া, এসবি ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মো. নজরুল ইসলাম মিয়াকে অতিরিক্ত পুলিশ সুপার এসপিবিএন, ঢাকা, রেঞ্জ ডিআইজি কার্যালয়, রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার সোহেল আহমেদকে অতিরিক্ত পুলিশ সুপার সিআইডি, ঢাকা ও মিশন হতে প্রত্যাগত এবং পুলিশ সদর দফতরে রিপোর্টকৃত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিএমপি, মুহাম্মদ আশিকুল হক ভুইয়াকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিএমপিতে বদলি করা হয়েছে।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :জুন ৩, ২০১৭ ৪:০৪ অপরাহ্ণ