১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৫

জঙ্গি সন্দেহে নজরদারি, মিলল ভাড়াটিয়ার দেহব্যবসা

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে জঙ্গি সন্দেহে নজরদারি করতে গিয়ে ভাড়াটিয়ার দেহব্যবসার সন্ধান পাওয়া গেছে। পরে বাড়িওয়ালা তিন নারীসহ ৫ জনকে পুলিশে দিয়েছেন। ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার একটি বাড়িতে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। আটকেরা হলেন, বজলু মিয়া, আবদুর রহিম, রিনা বেগম, খাদিজা আক্তার ও সুমি। তাদের স্থায়ী কোনো ঠিকানা জানা যায়নি। এ ঘটনায় বাড়িওয়ালা তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

ফতুল্লা থানার পরিদর্শক (অপারেশন) মজিবুর রহমান বাড়িওয়ালার বরাত দিয়ে জানান, নারী-পুরুষের অবাধ যাতায়াত দেখে ভাড়াটিয়ার ফ্ল্যাট পর্যবেক্ষণ করতে থাকেন বাড়িওয়ালা সেলিম মিয়া। একই সঙ্গে তিনি আতঙ্কে থাকতেন। দিনের বেশিরভাগ সময় ওই ফ্ল্যাটটি নীরব থাকত। শুক্রবার ভোরে ওই ফ্ল্যাটে হৈচৈ শুনে এগিয়ে যান সেলিম মিয়া। সেখানে আড়িপেতে শোনেন ভাড়াটিয়ারা দেহব্যবসার টাকার ভাগ নিয়ে ঝগড়া করছেন। তিনি থানায় খবর দিলে পুলিশ ফ্ল্যাট থেকে ৫ জনকে আটক করে।

আটকদের বরাত দিয়ে মজিবুর রহমান জানান, সাইদুল নামে স্থানীয় এক যুবকের ছত্রছায়ায় সেখানে দেহব্যবসা হতো। তারা সুন্দরী নারীর প্রলোভন দেখিয়ে ব্যবসায়ীদের ফ্ল্যাটে ডেকে এনে বিবস্ত্র করে নারীদের সঙ্গে দাঁড় করিয়ে ছবি তুলতেন। ওই ছবি দিয়ে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। তাদের খপ্পরে পড়ে বহু লোক সর্বস্ব খুইয়েছেন।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ৩, ২০১৭ ৪:০৪ অপরাহ্ণ