১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৩

টাঙ্গাইলে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

টাঙ্গাইলের বাসাইলে অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার বাসুলিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি রামদা, একটি ডেগার ও একটি গাছ কাটার করাত উদ্ধার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন— দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ছেছুরিয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে সুজাউল (২৮) ও গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার সুলতানপুর বারইপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে শরিফুল মিয়া (২৫)।

বাসাইল থানার অফিসার ওসি নুরুল ইসলাম খান বলেন, শুক্রবার রাত দেড়টার দিকে পুলিশের একটি দল টহল দিচ্ছিল। এ সময় বাসুলিয়া নামকস্থানে কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পরে তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতাররা দেশের বিভিন্নস্থানে ডাকাতি করে আসছিলো। এ ব্যাপারে মামলা করা হয়েছে। আটকদের আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক দেশজনতা/ এমএইচ

প্রকাশ :জুন ৩, ২০১৭ ৩:৪০ অপরাহ্ণ