১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৩

আব্দুল মোতালিবের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ মির্জা আলমগীরের

নিজস্ব প্রতিবেদক:

নাটোর জেলাধীন সিংড়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি শামীম আল রাজীর পিতা আব্দুল মোতালিবের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

শনিবার এক শোকবার্তায় মির্জা আলমগীর বলেন, এলাকার মানুষের নিকট পরোপকারী ও ধর্মপ্রাণ মানুষ হিসেবে মরহুম আব্দুল মোতালিব অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন। মরহুমের এলাকাবাসীর মতো আমিও তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। মরহুম আব্দুল মোতালিবকে আল্লাহ রাব্বুল আলামীন জান্নাত নসীব করুন, এই দোয়া করি।

বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুম আব্দুল মোতালিব এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যবর্গ ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

অপর এক শোকবার্তায় রাজশাহী বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু আব্দুল মোতালিবের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার, নিকটজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :জুন ৩, ২০১৭ ৩:৪৪ অপরাহ্ণ