১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:৫৭

ঈদে মেহজাবীনের অমিত্রাক্ষর

বিনোদন ডেস্ক:

প্রতিবারের মতো এবার ঈদেও বেশ কয়েকটি নাটকে অভিনয় করছেন মেহজাবীন। এরমধ্যে আবুল হায়াতের পরিচালনায় একটি নাটকের দেখা যাবে তাকে। নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।

কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের উপন্যাসের গল্প নিয়ে ‘অমিত্রাক্ষর’ নামের নাটকটি নির্মাণ করেছেন আবুল হায়াত। এটি চ্যানেল আইতে প্রচার হবে ঈদুল ফিতরের দ্বিতীয় দিন। অভিনয়ের পাশাপাশি নাটকের চিত্রনাট্যও লিখেছেন আবুল হায়াত।

মূল চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন ও সাজ্জাদ। আরো অভিনয় করেছেন শিরীন আলম, মাসুম আজিজ প্রমুখ। নাটকটিতে জাফর চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও জোলেখা চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। আবুল হায়াত জানান, ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রচার হবে নাটকটি।
প্রকাশ :মে ৩০, ২০১৮ ১:১০ অপরাহ্ণ