১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২০

সাঞ্জু’র নতুন চমক আনুশকা

বিনোদন ডেস্ক:

সঞ্জয় দত্তের জীবনী নিয়ে নির্মিত ‘সাঞ্জু’ নিয়ে কতটুকু আলোচনা চলছে তা আর নতুন করে কিছু বলার নেই। টিজারে রণবীর কাপুরকে দেখে অনেকেই প্রথমে সঞ্জয় দত্তকে মনে করেন। আর ছবিটির খবর না জেনে এই টিজার দেখে রণবীর কাপুরকে চেনা অনেকট কঠিন। এখানেই প্রশংসিত রণবীর কাপুর। আজ রিলিজ পাবে ছবিটির ট্রেলার। নতুন এক চমক দেখার অপেক্ষায় সবাই।
আর তার সাথে আরো এক চমক হলো আনুশকা শর্মা। ছবিতে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে আনুশকাকে। তবে এখন পর্যন্ত এ নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ছবির পরিচালক রাজ কুমার হিরানি টুইট করেন, ‘আনুশকা এখানে চমক হিসেবে আসবে। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে তাকে।’
এরই মধ্যে ছবির একটি পোস্টার প্রকাশ হয়েছে। যেখানে রণবীরের সাথে দেখা গেছে আনুশকাকে। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর শুরু হয় আনুশকার ভক্তদের প্রশংসা। আনুশকা বলেন, ‘ছবিটিতে বিশেষ এক চরিত্রে দেখা যাবে আমাকে। রণবীরকে দেখে আমি মুগ্ধ। আশা করি দারুণ একটি কাজ হতে যাচ্ছে।’
রণবীর কাপুর বলেন, ‘ট্রেলার রিলিজের পর থেকে দর্শকদের ছবিটি দেখার আগ্রহ আরো বেড়ে যাবে। আনুশকার সাথে কাজের অভিজ্ঞতা বরাবরই ভালো।’
প্রকাশ :মে ৩০, ২০১৮ ১০:২০ পূর্বাহ্ণ