নাহিদ হোসেন, নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় কৃষকের জোরপূর্বক জমি দখলের অভিযোগে ১নং সুকাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ, ৪নং ওয়ার্ড সদস্য মাহাবুর রহমান ও মোঃ কাফি এইতিন জনের বিরুদ্ধে কৃষক আতাউর রহমান গত রবিবার মোকাম অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত নাটোরে এ মামলা দায়ের করেন।
জানা যায়, কৃষক আতাউর রহমান তপশীল ভূমি দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছে। কিন্তু গত শনিবার সকাল ১০টায় ৩৫/৩৬ জন শ্রমিক নিয়ে জমিতে এসে জোরপূর্বক মাটি কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করলে সে নিষেধ করেন কিন্তু তার নিষেধ অমান্য করে উল্টো কৃষককে মারপিট ও খুন জখমের হুমকিসহ তার উপড় হামলা চালায়, এলাকার স্থানীয় লোকজনের সহায়তায় সে প্রাণে বেঁচে যায়।
এ বিষয়ে কৃষক আতাউর রহমান জানান, যেকোন মূহুর্তে জোরপূর্বক ধানি জমির মাটি কেটে নিয়ে যাবে বলে চেয়ারম্যান ও মেম্বারের লোকজন আমাকে এবং আমার পরিবারকে হুমকি দিচ্ছে।
ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, জনস্বার্থে সেখানে আমি গিয়েছিলাম। তবে জমি জবর দখল নয়, রাস্তা করার জন্য।
দৈনিক দেশজনতা/ টি এইচ