১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২২

স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

নাহিদ হোসেন, নাটোর প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুরে স্বামীর ওপর মান-অভিমান করে স্ত্রী মোছাঃ লাকী বেগম(১৮) নামে এক নববিবাহীত গৃহবধু গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। লাকী উপজেলার নাজিরপুর ইউনিয়নের মামুতপুর গ্রামের মোঃ শাকিলের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানাযায়,৫মাস আগে মামুতপুর গ্রামের মোঃ হানিফ মোল্লার মেয়ে লাকীর সাথে একই এলাকার মোঃ মজিদ গাইনের ছেলে শাকিল গাইন(২০) এর সাথে বিবাহ হয়। অনেক সুখ শান্তির মধ্যেই তাদের সংসার চলছিল। পরিবারের শ্বশুড়-শ্বাশুড়ী ,স্বামী এবং প্রতিবেশিদের সাথেও অনেক ভাল সম্পর্ক ছিলো। কখনও তাদের সংসারে কোন ঝগড়া-বিবাদ হয়নি এমনকি প্রতিবেশিদের সাথেও কখনও মন মালিন্য ঘটেনি।

স্বামী মোঃ শাকিল গাইন জানান,প্রতিদিনের মত গতকাল রাত্রেও আমরা অনেক গল্প গুজোব হাঁিস ঠাট্টা করেছি। আমি হেড ফোন কানে দিয়ে মোবাইলে গান শুনতে ছিলাম। হঠাৎ সে আমার কাছ থেকে হেড ফোনটি কেড়ে নেই। আমি না বুঝে আমার স্ত্রীকে একটি থাপ্পর মেরেছিলাম। তারপর সে আমার ওপর অভিমান করে ঘুমিয়ে পরে। সেহরীর সময় রান্নার জন্যে ডাকাডাকি করলে লাকীর কোন সাড়া শব্দ পাওয়া যায় না। তারপর আমি ঘুম থেকে জেগে উঠে দেখি লাকী ঘরের ডাবের সাথে গলায় ফাঁস নিয়েছে। তৎক্ষনাত তাকে রসি থেকে নামাই এবং গলায় ফাঁস নেওয়া অবস্থায় সে মারা গিয়েছিলো।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সেলিম রেজা বলেন, মরদেহ উদ্ধার করে নাটোর মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

 

প্রকাশ :মে ২৯, ২০১৮ ১০:০৫ অপরাহ্ণ