১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৫

দুই বাসের মাঝে চাপা পড়ে হেলপার নিহত

আতিকুর রহমান, গাজীপুর জেলা প্রতিনিধি :

গাজীপুরে দুই বাসের মাঝে চাপা পড়ে বাসের হেলপারের মৃত্যু হয়েছে। ২৮ মে সোমবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপারের নাম রাম চরণ সরকার (২৮)। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল এলাকার সন্তোষ চন্দ্র সরকারের ছেলে।

সালনা কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসু দেব সিনহা জানান, আজমেরী পরিবহনের একটি বাস কোনাবাড়ি এলাকার দাঁড়ানো ছিল। রাত সাড়ে ৯টার দিকে একই পরিবহনের অপর একটি ঢাকাগামী বাস ওই বাসকে ওভারটেক করার সময় হেলপার রাম চরণ দুই বাসের মাঝখানে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, আবেদনের প্রেক্ষিতে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ২৯, ২০১৮ ১০:০০ অপরাহ্ণ