১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২১

বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান। টি-টোয়েন্টি সিরিজটি ভারতের দেরাদুনের রাজিব গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
আফগান দলকে নেতৃত্ব দিচ্ছেন আফগান স্টানিকজাই। আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা তার রয়েছে। এছাড়া দলটির অন্যতম শীর্ষ রান সংগ্রাহক মোহাম্মদ শাহজাদ আছেন দলে। তাছাড়া সেরা বোলিং লাইন-আপ আছে তাদের দলে।
মোহাম্মদ নবী, রাশিদ খান, মুজিব উর রহমান এর মতো ক্রিকেটার আন্তর্জাতিক পর্যায়ে তাদের সক্ষমতার স্বাক্ষর রেখেছেন। বিশেষ করে আইপিএল খেলে ভারতের মাটিতে তারা এখন দুর্দান্ত অভিজ্ঞ। তাছাড়া নাজিব উল্লাহ জাদরান ও শফিকুল্লাহ শাফাকও অনেক সফল ম্যাচে খেলেছেন।
আফগান টি-টোয়েন্টি দল: আসগার স্টানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), নাজিবউল্লাহ তারাকাই, ওসমান গনি, নাজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শেনওয়ারি, শফিকুল্লাহ শাফাক, দারবিশ রাসুল, করিম জানাত, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, রাশিদ খান, শরফুদ্দিন আশরাফ, মুজিব উর রহমান, শাপুর জাদরান ও আফতাব আলম।দৈনিক দেশজনতা/ টি এইচ

 

প্রকাশ :মে ২৯, ২০১৮ ১০:১৯ অপরাহ্ণ