২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১০

মসজিদের সীমানা নিয়ে বিরোধে নিহত ১

নিজস্ব প্রতিবেদক:

শনিবার বেলা ১০টার দিকে হবিগঞ্জের নবীগঞ্জে মসজিদের সীমানা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের পাল্টাপাল্টি হামলায় একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ৫ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। এসময় অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই উপজেলার সদর ইউনিয়নের কানাইপুর গ্রামের মসজিদের সীমানা নিয়ে আব্দুল বারিক এবং ছবুর মিয়ার বিরোধ দেখা দেয়। এ নিয়ে শুক্রবার বাদ জুমা তাদের মাঝে বাকবিতণ্ডা হয়। তখন উপস্থিত লোকজন তাদের থামিয়ে দেন।

উক্ত বিরোধের জের ধরে শনিবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা-পাল্টা হামলা চালায়। এতে ছবুর মিয়া (২৬) ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে রুমান মিয়া (২৩) নামে একজনকে আটক করেছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান সংঘর্ষের খবর নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে গ্রামে অভিযান অব্যাহত আছে।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :জুন ৩, ২০১৭ ৩:১৪ অপরাহ্ণ