নিজস্ব প্রতিবেদক:
প্রস্তবিত নতুন বাজেটের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ঘোষিত বাজেট দেখতে খুব বড় ও চমকপ্রদ মনে হলেও ভেতরে সাধারণ মানুষ, নিম্নবিত্ত ও মধ্যবিত্তের জন্য কিছু নেই। রয়েছে বিরাট এক করের বোঝা। ইট ইজ এ বিগ বিউটিফুল বেলুন। আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
মওদুদ বলেন, এই বাজেটের অধীনে দুর্নীতির মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে নেয়া ট্যাক্সের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ এবং অপচয় হবে যার হিসাব নেয়ার কোনো ব্যবস্থা নেই। তিনি বলেন, আমানতের ওপর অতিরিক্ত কর বসানোর কারণে এখন দেশের মানুষ ব্যাংকে আর টাকা জমা রাখবে না। এতে বোঝা যায় সরকারই চায় না দেশের মানুষ ব্যাংকে টাকা আমানত হিসেবে জমা রাখুক। সরকারই বিদেশে টাকা পাচার করার জন্য ব্যবস্থা করেছেন। এর চেয়ে বড় আত্মঘাতী প্রস্তাব আর কিছু হতে পারে না।
দৈনিক দেশজনতা/ এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

