১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৬

ঘোল খেয়ে একই পরিবারের আটজন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইফতারিতে ‘ঘোল খেয়ে’ একই পরিবারের ৮ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। তাদের অবস্থার অবনতি হলে শনিবার ভোরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

উপজেলার রেল স্টেশন এলাকার দুলাল সরকারের বাড়িতে শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

অসুস্থরা হলেন—দুলাল সরকারের স্ত্রী আছাতন, মেজো ভাই সাকাত সরকার, তার তিন ছেলে আজাদ, উজ্জ্বল ও রুবেল এবং ছোট ভাই করিম, সোহেল ও ভাগ্নে সালাম। তবে দুলাল সরকার ওই ঘোল পান না করায় অসুস্থ হননি।

দুলাল সরকার জানান, তার ভাগ্নে পাবনা জেলার নূর হোসেনের ছেলে সালাম সন্ধ্যায় ঘোল নিয়ে তাদের বাসায় আসেন। পরে ইফতারিতে ভাগ্নেসহ বাসার সবাই এ ঘোল পান করার পর অসুস্থ হয়ে পড়ে। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হয়।

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফয়সাল আহমেদ জানান, অসুস্থ ৮ জনের চিকিৎসা চলছে। খাবারে বিষক্রিয়ায় মূলত এই সমস্যা দেখা দিয়েছে।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ৩, ২০১৭ ২:১৯ অপরাহ্ণ