নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ সরকারের ১৭তম বাজেটের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতি ও লুণ্ঠনে সৃষ্ট মূলধনের ঘাটতি পূরণে সাধারণ মানুষের ওপর করের বোঝা চাপিয়ে দিয়ে বাজেট পেশ করা হয়েছে। এ বাজেট সরকারকে বাস্তবায়ন করতে হলে সাধারণ মানুষ থেকে শুধু কর নয়, আবগারি শুল্ক নিতে হবে।’
জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে শনিবার দুপুরে ‘শহীদ জিয়া ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী প্রজন্ম-৭১ এ আলোচনা সভার আয়োজন করে।
দেশের জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখলের প্রক্রিয়া চলছে এমন অভিযোগ করে বিএনপির এ নেতা বলেন, ‘গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। এর বাইরে সরকার যদি কোনো ধরনের পদক্ষেপ নিতে চায় সে ক্ষেত্রে আমরা (বিএনপি) প্রতিবাদ করব, প্রতিরোধ গড়ে তুলব।’
খসরু বলেন, ‘আগামী নির্বাচন নিয়ে হেলাফেলা চলছে। সেদিকে নজর রাখতে হবে। কারণ দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তারা তাদের ভোটাধিকার, আইনের শাসন, মানবাধিকার ফিরে পেতে চায়। জীবনের নিরাপত্তা ফিরে পেতে চায়। বাংলাদেশের মানুষ আর অন্য কিছু মেনে নেবে না।’
আয়োজক সংগঠনের সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।
দৈনিক দেশজনতা/ এমএইচ