১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৮

খুলনা সিটির স্থগিত তিন কেন্দ্রে ভোট আগামীকাল

নিজস্ব প্রতিবেদক :

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে জালভোট ও অনিয়মের অভিযোগে স্থগিত হওয়া তিনটি কেন্দ্রে বুধবার ভোটগ্রহণ হবে। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ।

১৫ মে অনুষ্ঠিত খুলনা সিটি নির্বাচন চলাকালে অনিয়মের কারণে এ তিন কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। কেন্দ্রগুলো হলো- ২৪ নম্বর ওয়ার্ডের ২০২ নম্বর ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ৩১ নম্বর ওয়ার্ডের ২৭৭ নম্বর লবণচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একই ওয়ার্ডের ২৭৮ নম্বর কাউন্সিলরের কার্যালয় কেন্দ্র।

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী জানান, তিন কেন্দ্রের নির্বাচনে র‌্যাবের ৪টি মোবাইল টিম, বিজিবি ১প্লাটুন, প্রতি কেন্দ্রে আনসার ও পুলিশের আলাদা মোবাইল টিম, একটি স্ট্রাইকিং ফোর্স, এক প্লাটুন বিজিবি এবং তিন কেন্দ্রে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

তিনি আরও জানান, পুনঃভোটগ্রহণের জন্য ওই তিনটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার এমনকি প্রার্থীদের এজেন্টও পরিবর্তন করে সম্পূর্ণ নতুন সেটআপ দিয়ে পুনঃভোটগ্রহণ করা হবে। তিনটি কেন্দ্রে ৫৭ ভোটগ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

এদিকে খুলনা সিটি নির্বাচনে ভোট জালিয়াতি ও অনিয়মের অভিযোগের তদন্তে নির্বাচন কমিশনের তিন সদস্য বিশিষ্ট কমিটি তদন্ত করে গেছেন। অনিয়মের কারণ জানতে প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ ওই তিনটি কেন্দ্রের নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন তদন্ত দল।

গত ২২ মে যুগ্ম-সচিব ও তদন্ত কমিটির প্রধানের নেতৃত্বে তিন সদস্যের টিম খুলনা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে অবস্থান নিয়ে তদন্তকাজ পরিচালনা করেন। প্রধান নির্বাচন কমিশনারের কাছে প্রতিবেদন জমার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে ওই তদন্ত কমিটির পক্ষ থেকে জানানো হয়।

উল্লেখ্য, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক। নির্বাচনের দিন রাতেই ভোট জালিয়াতির অভিযোগ এনে ফল প্রত্যাখ্যান করেন বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।

পর দিন ঢাকায় সংবাদ সম্মেলন করে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার পদত্যাগ দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ২৯, ২০১৮ ৪:১৬ অপরাহ্ণ