১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৭

আবারো মা হচ্ছেন রুহি

বিনোদন ডেস্ক : 

আবারো মা হতে যাচ্ছেন মডেল-অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহি। বর্তমানে স্বামীর সঙ্গে যুক্তরাজ্যে বসবাস করছেন তিনি। গত ২৫ মে ছিল রুহির জন্মদিন। এ উপলক্ষে সবাইকে খুশির খবরটি দেন এই অভিনেত্রী। ফেসবুকে রুহি লিখেন, ‘গত ছয়টি বছর আমরা একত্রে উদযাপন করেছি। তবে এ বছরটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ খুব শিগগির আমাদের দ্বিতীয় সন্তান আসছে। বন্ধুরা, আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নির্মাতা মনসুর পরিচালিত ‘একাত্তরের সংগ্রাম’ সিনেমায় অভিনয় করেছিলেন রুহি। আর এই কাজের সূত্রেই তাদের পরিচয়। তারপর মনের লেনাদেনা। সর্বশেষ ২০১৪ সালের ৩ সেপ্টেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন রুহি-মনসুর। ২০১৫ সালের ২২ ডিসেম্বর তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান। এ পুত্রসন্তানের নাম রাখা হয় রুহান মনসুর আলী।

রুহি ২০০৭ সালে টেলিভিশনে অভিনয় শুরু করেন। তার অভিনীত প্রথম নাটক ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘অপরিচিতা’। এটি পরিচালনা করেন আহমেদ সুস্ময়। শহীদুজ্জামান সেলিম পরিচালিত ‘বৃত্তের ভিতরে একা’, আহমেদ সুস্ময় পরিচালিত ‘স্বপ্নমুখ’, রিপন নবীর ‘অচেনা মানুষ’, গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘অবগুণ্ঠন’ ও ‘লাভ’ নাটকে অভিনয় করেন। তবে ‘অবগুণ্ঠন’ নাটকটি তাকে জনপ্রিয়তা এনে দেয়।

 

প্রকাশ :মে ২৯, ২০১৮ ১০:৫৭ পূর্বাহ্ণ