১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৫

নিষেধাজ্ঞার মুখে সরফরাজ

স্পোর্টস ডেস্ক:      

টেস্টে পাকিস্তানের সময় খুব একটা ভালো যাচ্ছিল না। গেল বছর সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল দলটি। এবছর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলে তারা এবং জয়লয়াভ করে। এরপর ইংল্যান্ড সফরে এসে লর্ডসে স্বাগতিকদের বিপক্ষে দাপুটে জয়। ভাগ্যের খারাপ দিকটা দেখে থাকলে এখন ভালো দিকটির স্বাদই পাচ্ছে পাকিস্তান।

তবে একটি খারাপ সংবাদ আছে অধিনায়ক সরফরাজ আহমেদের জন্য। এই ম্যাচে স্লো-ওভারে রেটের জন্য জরিমানা গুণতে হচ্ছে তাকে এবং পুরো একাদশকে। এর সাথে সরফরাজের রয়েছে এক টেস্টের জন্য নিষেধাজ্ঞা পাওয়ার সম্ভাবনা। লর্ডস টেস্টে প্রথম থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে পাকিস্তান। চতুর্থ দিন লাঞ্চ বিরতির আগেই ম্যাচটি তারা জিতে নিয়েছে ৯ উইকেটে। ইংল্যান্ডের মাটিতে দলটির ওপর এমন প্রভাব বিস্তার করে হারানো কৃতিত্বের বিষয়ই বটে। এই অর্জনের সাথে স্লো-ওভার রেটের শাস্তি বেমানানই বটে।

পাকিস্তান টেস্ট শেষ হওয়ার সময় বল করার দিক থেকে ৩ ওভার পিছিয়ে ছিল। আইন অনুযায়ী এর শাস্তিই দিয়েছেন আইসিসির ম্যাচ রেফারি জেফ ক্রো। প্রতি ওভারের জন্য ম্যাচ ফি’র ১০ শতাংশ হারে ৩০ শতাংশ জরিমানা গুণছেন খেলোয়াড়রা। তবে সরফরাজের শাস্তি দ্বিগুণ, তার জরিমানা ৬০ শতাংশ। এই ৩১ বছর বয়সী অধিনায়ক শাস্তি মেনে নিয়েছেন তাই শুনানির প্রয়োজন পড়েনি।

আগামী ১২ মাসে পাকিস্তান আবার স্লো-ওভার রেটের অপরাধ করলে অধিনায়ক হিসেবে সরফরাজ এক টেস্টের জন্য নিষিদ্ধ হবেন। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১ জুন তারিখ থেকে, হেডিংলিতে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ২৯, ২০১৮ ৯:৪৬ পূর্বাহ্ণ