১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৪

টেস্ট জিতেও জরিমানা গুনল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক:

লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে হেসে খেলেই জয় পেয়েছে পাকিস্তান। ম্যাচ জয়ের পরই পাকিস্তানের সেই আনন্দ ম্লান হয়ে গেছে। কারণ ম্যাচে স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফির নির্দিষ্ট অংশ কেটে রেখেছে আইসিসি।

লর্ডসে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারায় পাকিস্তান। বোলারদের দাপট দেখানো সেই ম্যাচে অতিথিদের ওভার রেট ছিল মন্থর। পাকিস্তান অধিনায়ক ও গোটা দলকে তাই গুণতে হচ্ছে জরিমানা।

স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাত্র সোয়া ৩ দিনে ৯ উইকেটের ব্যবধানে জয় পেয়েছে পাকিস্তান। কিন্তু ম্যাচের ২য় ইনিংসে নির্ধারিত সময়ের চেয়ে ৩ ওভার পিছিয়ে ছিল পাকিস্তান। যার ফলে দলের অধিনায়ক সরফরাজ খানকে ম্যাচ ফি’র ৬০ শতাংশ এবং অন্যান্য খেলোয়াড়দের ম্যাচ ফি’র ৩০ শতাংশ করে কেটে রেখেছে আইসিসি।

ম্যাচ রেফারি জেফ ক্রো আম্পায়ারদের অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেন। পাকিস্তান অধিনায়ক সরফরাজ নিজের অপরাধ মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। তবে আগামী ১২ মাসের মধ্যে একই অপরাধ করলে নিষেধাজ্ঞার মুখোমুখি হবে সরফরাজ।আগামী পহেলা জুন হেডিংলিতে সিরিজের ২য় এবং শেষ টেস্টে মুখোমুখি হবে পাকিস্তান এবং ইংল্যান্ড।

 দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ২৮, ২০১৮ ৯:৩২ অপরাহ্ণ