১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২১

আরও ২ মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি কাল

নিজস্ব প্রতিবেদক :

কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরও দুটি মামলায় জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামীকাল দুপুরে মানহানির দুই মামলায় শুনানির সময় ধার্য করা হয়।

বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে একটি এবং মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগে অপর মামলাটি দায়ের করা হয়। মানহানির এই দুই মামলায় গত ২২ মে হাইকোর্টে জামিন আবেদন করেন বেগম খালেদা জিয়া।

সোমবার সকালে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কুমিল্লায় দুই মামলায় বেগম খালেদা জিয়াকে জামিন দেন। তবে নড়াইলের মানহানির মামলা উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয় আদালত। এ মামলা বিচারিক আদালতের পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে হাইকোর্টে আসতে বলেছে আদালত।

তবে বেগম খালেদা জিয়ার জামিন বাতিল চেয়ে দুপুরে চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপতি। আজই এর ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

গত ২০ মে কুমিল্লা ও নড়াইলের তিন মামলায় জামিন চেয়ে আবেদন করেন বেগম খালেদা জিয়া। গত ১৬ মে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রাখে আপিল বিভাগ। তবে তার কারামুক্তির জন্য আরও ছয়টি মামলায় জামিন নিতে হবে। পাশাপাশি চারটি মামলায় হাজিরা পরোয়ানা প্রত্যাহারের প্রয়োজন রয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হয় বেগম খালেদা জিয়ার। রায়ের পরপর তাকে নাজিম উদ্দিন রোডের পুরোনো কারাগারে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তিনি সেখানেই আছেন।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ২৮, ২০১৮ ৩:৫৩ অপরাহ্ণ