১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৬

লিভারপুল গোলরক্ষককে হত্যার হুমকি

স্পোর্টস ডেস্ক:

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এক গোলের বিপরীতে তিন তিনটি গোল হজম করতে হয়েছে লিভারপুলকে। এজন্য সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন লিভারপুল গোলরক্ষক লোরিস কারিউস।

কিন্তু এতে মন গলেনি লিভারপুল সমর্থকদের। কেননা এই গোলরক্ষককে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে।

গত শনিবার রাতে ৩-১ গোলের ব্যবধানে মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হেরে যায় লিভারপুল।হাস্যকরভাবে বল ছেড়ে দেওয়ায় ম্যাচ থেকে ছিটকে পড়ে লিভারপুল। ম্যাচ শেষ হতেই আসে হত্যার হুমকি। সেই ফাইনালের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হত্যার হুমকি পান কারিউস। শুধু তিনিই নন, তার পরিবারকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে।

লিভারপুল পুলিশ জানিয়েছে, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যে হুমকি এসেছে, আমরা সেটি গুরুত্বের সঙ্গে দেখছি। কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখছেন। দরকার হলে আমরা পুরো এলাকারজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের উপর তদন্ত চালাবো।’

দৈনিক দেশজনতা/ টি এইচ

 

প্রকাশ :মে ২৮, ২০১৮ ৩:৪৪ অপরাহ্ণ