১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৮

ময়মনসিংহে বুধবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধর ও বাস ভাঙচুরের প্রতিবাদে আগামী বুধবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে ময়মনসিংহ বিভাগীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

সোমবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের সভাপতি আমিনুল হক শামীম এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১৩ মে তুচ্ছ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৪০টি গাড়ি ভাংচুরসহ পরিবহন শ্রমিকদের মারধর করে। দোষীদের শাস্তির দাবিতে আগামী বুধবার থেকে থেকে ছয় জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলবে বলেও তিনি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের অন্যান্য নেতৃবৃন্দরা।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ২৮, ২০১৮ ৪:২৯ অপরাহ্ণ